‘৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুবসমাজের প্রত্যাশা’ বিষয়ক গোলটেবিক বৈঠক

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুবসমাজের প্রত্যাশা ‘ বিষয়ক গোলটেবিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সেন্টার ফর মেন এন্ড ম্যাসকিউলিনিটিজ স্টাডিজ (সিএমএমএস), একশনএইড বাংলাদেশ এবং ইউনিস্যাব এর যৌথ উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুবসমাজের প্রত্যাশা বিষয়ে আলোচনা করেন সেন্টার ফর মেন এন্ড ম্যাসকিউলিনিটিজ স্টাডিজ(সিএমএমএস) এর চেয়ারপারসন ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদরে মুনির ফিরদাউস, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিনিয়র কারিকুলাম স্পেশালিস্ট প্রফেসর মোঃ হাবিবুল্লাহ, স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ, ইউনিস্যাব এর প্রেসিডেন্ট শ্যামী ওয়াদুদ, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, একশনএইড বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং গবেষক এইচ এ ববি, সিএমএমএস ও ইউনিস্যাবের প্রতিনিধিবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *