সিআরআই’র আয়োজনে নারীর প্রতি সহিংসতা-সুরক্ষা কর্মশালা

‘নারীর প্রতি সহিংসতা ও ঘরে বাহিরে নারীর সুরক্ষা’ এ স্লোগানে সাভারে শেষ হয়েছে ৩ দিনব্যাপী কর্মশালা। বুধবার (৩ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মুক্ত আলোচনার মধ্যদিয়ে সিআরআই আয়োজনে এ কর্মশালা শেষ হয়।  সোমবার (১ এপ্রিল) কর্মশালার উদ্বোধন করা হয়।

সিআরআই এর ইয়ুথ নেটওয়ার্ক ইয়াং বাংলার ৩২ জন সদস্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ২০১৫, ২০১৭ এবং ২০১৮ সালে বিভিন্ন বিভাগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। এসময় নারীর প্রতি বিভিন্ন সহিংসতা চিহ্নিত করে সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সিআরআইসূত্র জানায়, কর্মশালার প্রথম দিন নারীর প্রতি সহিংসতার মৌলিক দিক নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এছাড়া বিভিন্ন ধরণের সহিংসতা, জেন্ডারের জৈবিক ও সামাজিক দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা দলীয়ভাবে ও আলাদাভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নারীর প্রতি বিভিন্ন ধরণের সহিংসতা চিহ্নিত করেন এবং এর সম্ভাব্য কারণ চিহ্নিত করেন।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *