কিশোরদের সচেতনতা

নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে আমরা অনেক কথাই বলি। বলি আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি পরিবর্তনসহ নানা কথা। গত দুই দশকে দেশে এ সংক্রান্ত আইন কাঠামো শক্তিশালী হয়েছে। সরকারি, বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে নারীর প্রতি সহিংসতা রোধে।
কিন্তু বাস্তবতা কী? বাস্তবতা হচ্ছে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। দেশের শীর্ষস্থানীয় ১৪টি জাতীয় দৈনিক পত্রিকার আধেয় বিশ্লেষণ করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি দেখেছে, ২০১৫ সালে নারী ও শিশুর প্রতি সহিংসতা এর আগের বছরগুলোর তুলনায় বেড়েছে ৫ শতাংশ। নির্যাতনের মূল দায় পুরুষের ওপর বর্তালেও নারী নির্যাতন প্রতিরোধে পুরুষের সম্পৃক্ততা ও পুরুষের ইতিবাচক ভূমিকাগুলোর উপস্থাপনা ও প্রচারণার অভাবে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির যেমন পরিবর্তন আসছে না তেমনি কমছে না নারীর প্রতি সহিংসতার মাত্রা।
সেন্টার ফর ম্যান অ্যান্ড ম্যাসকুলিনিটিজ স্টাডিজ (সিএমএসএস) তাই নারী নির্যাতন রোধে পুরুষকে সক্রিয় করে নির্যাতন প্রতিরোধে উদাহরণ সৃষ্টি করতে কাজ শুরু করেছে। প্রিয় বাবা বা ভালো স্বামীর ভূমিকায় নিয়ে আসার কাজ করছে গবেষণাধর্মী এ প্রতিষ্ঠানটি।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *